ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

থার্টি-ফার্স্ট নাইটে প্রকাশ্যে ‘পানি-টানি’ না খাওয়ার আহ্বান 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০১, ৮ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১৯:০৯, ৮ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

থার্টি-ফার্স্ট নাইটে তরুণ প্রজন্ম বিভিন্ন জায়গায় পানি-টানি খায়, এ ধরনের কাজ প্রকাশ্যে না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক বৈঠক শেষে এ আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, থার্টি-ফার্স্ট নাইটে আমাদের তরুণ প্রজন্ম বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পানি-টানি খায়, এ ধরনের কাজ কনফাইন্ড (ঘরের মধ্যে বসে খেতে হবে), রাস্তাঘাটে যাতে কোনো ধরনের অসুবিধা না হয়।

তিনি বলেন, অনেক সময় থার্টিফার্স্ট নাইটে আমাদের তরুণদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। এটা যদি আপনারা আগে থেকে বুঝান যে, এটা করা ঠিক না। এ বিষয়ে আপনারা তাদেরকে নিষেধ করতে পারেন। তাহলে তারা সাবধান হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, থার্টি-ফার্স্ট নাইটে সব বার বন্ধ রাখা হবে। রাস্তাঘাটে কেউ যেন বিশৃঙ্খলা না করে।

তিনি বলেন, যেহেতু আমাদের ধর্মীয় অনুষ্ঠানে আতশবাজি ও ফানুস কোনোটাই অ্যালাউড না, সেহেতু আমরা থার্টি-ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস উড়ানোর বিষয়ে নিষেধ করেছি, কেউ যেন ফানুস না ওড়ায়।

এসময় জাহাঙ্গীর আলম বলেন, কোনো বিদেশিকে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। এ বিষয়ে আজ গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে।

 এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি